
ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রমে ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩–এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার শেখ শওকত হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার অঞ্চল-৩–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক এই নোটিশ দেন। অভিযোগে বলা হয়, শওকত হোসেন সেবাগ্রহীতাদের জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করেছেন এবং এ সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে রয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, শওকত তাঁর অফিস কক্ষের জানালায় কাগজ লাগিয়ে সিসিটিভি ক্যামেরার দৃষ্টির বাইরে কাজ করতেন, যা পূর্বে নিষেধ করা হলেও তিনি মানেননি। তাছাড়া, অনুমতি ছাড়াই তিনি একজন অফিস সহায়ককে ব্যক্তিগতভাবে নিয়োগ দিয়ে দাপ্তরিক কাজে যুক্ত করেছেন, যা বিধিবহির্ভূত।
ডিএনসিসির কর্মকর্তারা জানিয়েছেন, এসব কর্মকাণ্ড সিটি করপোরেশন চাকরি বিধিমালার আওতায় অসদাচরণ হিসেবে বিবেচিত। অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শেখ শওকতের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি বর্তমানে ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসভাপতি পদেও রয়েছেন।