ধানের শীষের কান্ডারী হতে চায় নীলফামারী ৩ জলঢাকা আসনে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী

মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধী নীলফামারী।

ধানের শীষের কান্ডারী হতে চায় নীলফামারী ৩ জলঢাকা আসনে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী
ধানের শীষের কান্ডারী হতে চায় নীলফামারী ৩ জলঢাকা আসনে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী

নীলফামারী জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জলঢাকা উপজেলার সাবেক সভাপতি, ও সাবেক সফল পৌর মেয়র, এবং ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেলের বিশাল একটি বহর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজকে আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে সকাল ৮ ঘটিকায় ফ্লাইটে করে নীলফামারীর সৈয়দপুর এয়ার পোর্টে এসে পৌঁছান সকাল ৯ টার দিকে। নেতার আসার আগমনের খবর পেয়ে সবার মনে মনে যেনো আনন্দের ছোঁয়া, এবং মুখে মুখে মুচকি মারা হাসি, জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সাধারণ জনগণের বিশাল একটি মোটরসাইকেল মহড়া নিয়ে রওনা হয় সৈয়দপুরের উদ্দেশ্যে। পরে এয়ারপোর্টে কমেট চৌধুরীকে রিসিভ করে আবারো জলঢাকা উপজেলার উদ্দেশ্যে আসার পথে সকলের সাথে গাড়ির উপর থেকেই কৌশল বিনিময়, ও দোয়া চান নিজের জন্য এবং ধানের শীষের ঝান্ডা হাতে তুলে নিয়ে সকলের কাছে ভোট চান। পরে এসে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী তিনি বলেন আজকে যে গণজোয়ার উঠেছে সাধারণ মানুষদের ভেতর আপনারা যে আমাকে নিজের ছেলে, কেউ বা নিজের ভাই, নিজের আত্মীয়স্বজনের মত মনে করে আমার জন্য এত শ্রম দিয়ে সৈয়দপুর থেকে জলঢাকা পর্যন্ত সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং যদি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে মনোনীত হই, তাহলে বিপুল ভোটে জয়লাভ করতে পারব বলে আশা আমার। কারন আমার সাথে রয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাই আমি নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি আমি কোনো নেতা নই আমি আপনাদের এই সন্তান, আপনাদের এই ভাই, জলঢাকা উপজেলা বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে ইনশাআল্লাহ নীলফামারী ৩ জলঢাকা আসন বিপুল ভোটে জয়লাভ হবে। বিভিন্ন নেতাকর্মীরা বলে আমরা কোন হাইব্রিড বা বিভিন্ন সুবিধা বাদীদের মনোনয়ন দিতে দেব না। কারণ দুর্দিনের কান্ডারী যাকে জেল, জুলুম, আটকে রাখতে পারেনি বিএনপিকে যেনো জলঢাকা উপজেলায় বুক দিয়ে আগলে ধরে রেখেছেন তিনি আর কেউ নয় মরহুম আনারুল হক কবির চৌধুরী তার এই সুযোগ্য পুত্র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। তাই নীলফামারীর ৩ জলঢাকা আসনে মনোনয়ন পাওয়ার যোগ্য কমেট চৌধুরী তার রয়েছে বেশ জনপ্রিয়তা, এবং রয়েছে সাধারণ মানুষের ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *