
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তারা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছিল।
গ্রেফতারকৃতরা হলেন:
১। ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও মুজাহিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন (৬০),
২। কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন,
৩। ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকন (৫৭),
৪। কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমান (৬২),
৫। তুরাগ থানার ৫৩ নং ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (৪৮)।
মঙ্গলবার দুপুরে ফকিরাপুল থেকে মোহাম্মদ বেলায়েত হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারীর একটি টিম। একই দিন রাত ফারকির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যান্য চারজনকে গ্রেফতার করা হয়।
তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলসহ আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।