
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্যে ২১ লাখ টাকা ও বৈদেশিক মুদ্রা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ছয় জনকে আটক করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির টাকা, বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং গাড়িসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ জাফর (৩৩), মোস্তাফিজুর রহমান (৪০), সৈকত হোসেন বা দিপু মৃধা (৫২), মোঃ সোহাগ হাসান (৩৪), মোঃ জলিল মোল্লা (৫২) ও পলাশ আহমেদ (২৬)। তারা ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়।

প্রতিবেদনের মতে, গত ২৭ মে সকালে ব্যবসায়ী রাসেল ও তার ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরী ২১ লাখ টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা নিয়ে মিরপুরের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম সংলগ্ন একটি গলিতে মুখোশধারী মোটরসাইকেল আরোহী ডাকাতরা তাদের থামিয়ে জোরপূর্বক টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় জাহিদুল হককে চাপাতি দিয়ে আহত করা হয় এবং ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি এক পথচারী মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সাহায্যে ডিবি তদন্ত শুরু করে। পরে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ অভিযানে অংশ নেওয়া ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকার বেশি নগদ, বৈদেশিক মুদ্রা, জাল টাকা, অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত ও অস্ত্রধারী বলে জানা গেছে এবং তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য জড়িতদের খুঁজে বের করার পাশাপাশি বাকি মালামাল উদ্ধার করার কাজ চলছে।