
আজ ভোর আনুমানিক ৫টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নাজির মসজিদ রোড, চানপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে অবৈধ অস্ত্রধারী খোকন মিয়া-কে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লা এরিয়ার দায়িত্বাধীন এই অভিযানে খোকন মিয়ার কাছ থেকে ১টি ৭.৬৫ মিমি পিস্তল এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।