কুমিল্লা গুলিকাণ্ডে সাবেক এমপি বাহারসহ ২৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কুমিল্লায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত হোটেলকর্মী মামুন আহমেদ রাফসানকে ঘিরে অবশেষে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করা হয়েছে মঙ্গলবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায়।

এই মামলায় সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, তার কন্যা সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সহ মোট ১৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার বাদী নিহত রাফসানের বড় ভাই মো. রানু মিয়া, যিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট ওভারব্রিজ এলাকায় ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে বৈষম্যের বিরুদ্ধে একটি মিছিল চলাকালে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, বাহাউদ্দিন বাহার ও তার মেয়ের নির্দেশে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাফসান।

মামলায় আরও যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন আদর্শ সদর, বুড়িচং ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ঘটনার পরে নিহতের পরিবার মরদেহ হবিগঞ্জে নিয়ে দাফন করলেও সেসময় তারা কোনো মামলা করেননি। সম্প্রতি রাফসানকে শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তার ভাই মামলা দায়ের করেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে বর্তমানে মোট ১২টি মামলা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *