
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সাম্প্রতিক কক্সবাজার সফর নিয়ে জনমনে প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার উত্তরা দিয়াবাড়ীর শুক্রভাঙ্গা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, “এনসিপির কিছু নেতা কক্সবাজারে গেছেন, এতে কোনো সমস্যা নেই। প্রয়োজনে কারও সঙ্গে বৈঠক বা আলোচনাও হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, বিষয়টি গোপন রাখার চেষ্টা কেন? যদি কিছুই লুকানোর না থাকে, তাহলে প্রকাশ্যেই জানানো উচিত। লুকোচুরি করলে মানুষ সন্দেহ করবে এবং নানা ষড়যন্ত্রের গল্প তৈরি হবে।”
তিনি আরও বলেন, “আপনারা (এনসিপি নেতারা) গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, জনগণের পাশে থেকেছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, তাদের প্রতিটি পদক্ষেপ স্বচ্ছ হওয়া জরুরি। আপনারা সুযোগ তৈরি করে দিচ্ছেন, যাতে আপনাদের নিয়ে প্রশ্ন তোলা যায়। এটা কাম্য নয়।”
এ সময় রিজভী অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা ও দাবি প্রতিফলিত হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা চিঠি দেয়ার পর নির্বাচন প্রস্তুতি শুরু হয়েছে। আমরা চাই, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। বিএনপি সেই নির্বাচনে সার্বিক সহায়তা করবে।”
উক্ত সফরে রিজভীর সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।