আব্দুর রহমান সাদিপ

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মুক্তির দাবিতে ছাত্রলীগের একটি মিছিলের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ২৮ জুন (শনিবার) ভোরে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে তারা স্লোগান দেন: “দীপু মনির মুক্তি চাই”। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ছড়ায়। পরে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিষয়টি আমলে নেয়।
ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ শুরু করে চাঁদপুর মডেল থানা পুলিশ।
প্রথম ধাপে তিনজনকে শনাক্ত করে ৩০ জুন (সোমবার) গভীর রাতে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতরা হলেন:
ইফাত হোসেন (১৯)
পিতা: দেলোয়ার হোসেন
আরিফুল আলম রিমন (১৯)
পিতা: খাইরুল আলম
তাহসিন ইসলাম ভুঁইয়া ওরফে নীরব (২০)
পিতা: চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মরহুম তাজুল ইসলাম
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে তাদের চাঁদপুর আদালতে হাজির করা হলে জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি করেন এসআই কুদ্দুস, যিনি নিজেই বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করেন।
এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।