চাকরি ফেরত ও পেনশন দাবিতে আন্দোলনে সাবেক সেনা, আলোচনায় প্রতিনিধিদল

চাকরিচ্যুত সেনাসদস্যদের ন্যায্য দাবি নিয়ে উত্তাল রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা। দীর্ঘদিনের বেতন-ভাতা, পুনর্বহাল এবং বিচার ব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। এই প্রেক্ষাপটে রোববার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল।

‘বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম’ (বিসিপি)-এর ব্যানারে সকাল থেকে প্রেসক্লাব চত্বরে অবস্থান নেন শতাধিক সাবেক সেনাসদস্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা আলটিমেটাম দেন, দাবি মেনে নেওয়ার বিষয়ে সেনা সদর থেকে প্রতিনিধি না এলে তারা জাহাঙ্গীর গেট অভিমুখে লংমার্চ করবেন।

দুপুর ২টার কিছু পরে সেনা সদর থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে। বিকেলে শুরু হওয়া এ বৈঠক সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলতে থাকে। আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম।

আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি:

  1. চাকরিচ্যুতির সময় থেকে বর্তমান পর্যন্ত সব বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান।
  2. চাকরিতে পুনর্বহাল না করা হলে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পূর্ণাঙ্গ পেনশনের আওতায় আনা।
  3. যেই বিচার কাঠামোর মাধ্যমে এই সদস্যদের বরখাস্ত করা হয়েছে, তা পুনঃমূল্যায়ন করে সংবিধানের ৪৫ অনুচ্ছেদের সংশোধন।

আন্দোলনরত সাবেক সেনাসদস্যদের দাবি, তারা অন্যায়ের শিকার এবং ন্যায্য অধিকার ফিরে পেতে শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *