
গত ৩ জুলাই ২০২৪ ইং সালে বাবা-মা মুখে হাসি ফুটিয়ে পৃথিবীর বুকে জন্ম গ্রহণ করে “আসফিয়া রেজা হীরা মনি”।
ব্রাক্ষণবাড়িয়া জেলা সাদেক পুর ইউনিয়ন এর সাদেক পুর গ্রামের হাজী গফুর বাড়ি “রেজা নিকেতনে” জন্ম গ্রহণ করেন।
পরিবারের সকলে এক বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে আসফিয়া রেজা হীরা মনির শুভ জন্মদিন পালন করে।স্থানীয় সময় রাত ৮ টা ৫ মিনিট।

ব্রাক্ষণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন-কাতার এ-র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বিডি ক্রাইম টাইমস পএিকার সাংবাদিক মোস্তাক আহমেদ বাপ্পি এর ২য় সন্তান হীরা মনির জন্মদিন পালন করে পারিবারিক ভাবে।
এ সময় উপস্থিত ছিলো হীরা মনির জন্ম দাতা- মা- জামিলা আক্তার রানী, আদরের দাদা ভাই- আবুল হাসেম রেজা ও দাদু নিলুফা হাসেম, কাকীমা-আনিশা রেজা, ফুফু-তামান্না ও আদরের বড় ভাইয়া আইমান রেজা জাইন।
সুদূর ইউরোপ থেকে শুভেচ্ছা ও দোয়া কামনা করে আসফিয়া রেজার বড় চাচ্চু ইমরানুর রেজা অপু ও ছোট চাচ্চু আরমানুর রেজা সোহাগ।
প্রবাস থেকে শুভেচ্ছা ও দোয়া কামনা করে জন্মদাতা -বাবা বলেন:
আজ আমার মেয়ে ” আসফিয়া রেজা” হীরামনির শুভ জন্মদিন। আমরা আমাদের আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহ তোমার মতো একটা নেক কন্যা সন্তান আমাদের দান করেছেন।
পৃথিবীতে সবকিছুর সীমাবদ্ধতা থাকলে ও কন্যা সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসার কোন সীমাবদ্ধতা নেই।
আল্লাহর সৃষ্টি এই সুন্দর পৃথিবীতে তোমার প্রতিটা দিন, প্রতিটা সময় সুন্দর হোক, এবং সুখের হোক দোয়া করি।
তোমার জন্মদিনে অনেক অনেক দোয়া ও ভালোবাসা নিও। দোয়া করি আল্লাহ যেন তোমাকে সৎপথে জীবন পরিচলনা করার তৌফিক দান করে। শুভেচ্ছাতে – তোমার বাবা-মা।
এছাড়াও উপস্থিত ছিলো কান্দিপাড়া, মোড়াইল ও কালিসীমা থেকে আগত আত্মীয়-স্বজন।
সকলে হীরামনি কে বিভিন্ন উপহার সামগ্রী সহ আদর ও আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে।
অসংখ্য ধন্যবাদ দেশী বার্তা… জনগণের কথা বলে।
Thank you for review .