ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো, ৭০০ টাকার প্যাকেজ এখন ৫০০ টাকায়

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো, ৭০০ টাকার প্যাকেজ এখন ৫০০ টাকায়

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মাসিক প্যাকেজ মূল্য কমিয়ে ৭০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নির্ধারণ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এই সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

আইএসপিএবি জানিয়েছে, বর্তমানে ৫ এমবিপিএস প্যাকেজ আর দেওয়া হয় না, গ্রাহকরা গড়ে ১০ এমবিপিএস স্পিড পাচ্ছেন। নতুন মূল্য নির্ধারণ এই বাস্তবতার আলোকে নেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি আমিনুল হাকিম বলেন, “সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) এবং রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে নেয়, তাহলে ভবিষ্যতে গ্রাহকদের জন্য ২০ এমবিপিএস স্পিড নিশ্চিত করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, অনেক গ্রাহক ভ্যাট দিতে চান না, কিন্তু এই ভ্যাট রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। এ বিষয়ে সচেতনতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *