প্রধান উপদেষ্টার আহ্বান: “স্বৈরাচার ফেরার আগেই রুখে দিন”

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার আহ্বান: “স্বৈরাচার ফেরার আগেই রুখে দিন”

আজ রাজধানীতে এক আয়োজনে “জুলাই গণ-অভ্যুত্থান” উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা। এক বছর আগে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া গণ-আন্দোলনের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক জাগরণ; ছিল ফ্যাসিবাদের অবসানের ডাক।”

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে আরও বলেন, “আমরা ১৬ বছর পর যে গণ-অভ্যুত্থান দেখেছি, তার তাত্ক্ষণিক লক্ষ্য পূরণ হয়েছে। কিন্তু সামনে আমাদের স্বপ্ন আরও বড়—নতুন রাষ্ট্রব্যবস্থা, জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দেওয়া।”

তিনি জানান, প্রতি বছর এই সময়টিকে স্মরণ করার উদ্দেশ্য হলো—আর যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয়, এবং কোনো স্বৈরাচারের অঙ্কুর যেন জন্ম নেওয়ার আগেই ধ্বংস করে দেওয়া যায়।

আহ্বান জনতার প্রতি

প্রধান উপদেষ্টা বলেন, “আজকের এই অনুষ্ঠান শুধু স্মরণ নয়, বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, এই জুলাইয়ে আমরা চাই সেই ঐক্য আরও সুসংহত হোক।”

তিনি আরও বলেন, “আমাদের সামনে পথ কঠিন, কিন্তু সম্ভাবনা বিশাল। ইতিহাস বলে, জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাকে ঠেকাতে পারে না।”

তিনি সকল দেশবাসীকে এই মাসব্যাপী কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা নতুন করে শপথ নেব—গণতন্ত্র, অধিকার এবং সংস্কারের পথচলায় কখনও পিছপা হব না।”

শ্রদ্ধা ও প্রতিজ্ঞা

বক্তৃতার এক পর্যায়ে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই তরুণ-তরুণী, কৃষক-শ্রমিক, রিকশাচালক ও শিক্ষকদের—যারা গণতন্ত্রের পতাকা হাতে রাস্তায় নেমেছিলেন, কেউ কেউ শহীদ হয়েছেন, কেউ আহত।

তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা সেই প্রতিদিনকে পুনর্জীবিত করব—যে দিনগুলোর মধ্য দিয়ে জাতি পুনর্জন্ম লাভ করেছিল।”

উদ্বোধনের ঘোষণা

সবশেষে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, “আমি জাতির পক্ষ থেকে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি’-র উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ আমাদের সহায় হোন। আসুন, ঐক্যবদ্ধ থাকি, জাগ্রত থাকি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *