রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় নেতা কামরুল আহসান সাধনকে। এই ঘটনায় বাড্ডা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার রাতে গুদারাঘাট চার নম্বর রোডে এলোপাথাড়ি গুলি চালিয়ে তাকে হত্যা করে দুইজন ব্যক্তি। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং এখন তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “সিসি ক্যামেরায় দেখা গেছে দুজন ব্যক্তি হেঁটে এসে গুলি করে চলে যায়। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিহত কামরুল আহসান সাধনের বাড়ি গুদারাঘাট এলাকায়। তিনি সেখানে ডিসের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সোমবার তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়।
পুলিশ বলছে, ঘটনাটি রাজনৈতিক সহিংসতা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।