
২০১৪, ২০১৮ ও ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিতর্কিত’ উল্লেখ করে দায়িত্ব পালন করা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ অজ্ঞাতপরিচয়ের ১৯ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বিএনপি।
রবিবার সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মামলার তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহ উদ্দিন খান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মামলার আবেদনের কপি জমা দেয়। পরে তারা রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলার আবেদন করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ—মো. মিজানুর রহমান, মো. ইকবাল হোসেন, শরিফুল ইসলাম এবং নাঈম হাসান।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, বিগত তিন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি, এবং সে সময়কার নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
বিএনপি সূত্র জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে বিচার চেয়ে এই আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।