
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদুল হক ডাবু ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, “মরহুম এমদাদুল হক ডাবু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে বিশ্বাসী থেকে চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনেও তিনি ছিলেন সাহসী সৈনিক। তার কর্মময় জীবন বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
বিএনপি মহাসচিব মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও এমদাদুল হক ডাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ জাতীয়তাবাদী নেতা। তার মৃত্যুতে আমরা এক পরিশ্রমী ও পরীক্ষিত কর্মীকে হারালাম।”
তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।