কুড়িগ্রামের উলিপুরে সদ্যঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে অনিয়ম, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তি এবং ত্যাগী নেতাদের অবমূল্যায়নের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন উপজেলা ও পৌর বিএনপির চারজন গুরুত্বপূর্ণ নেতা।
শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর শহরের হাজী সুপার মার্কেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন—উপজেলা বিএনপির সদ্যঘোষিত কমিটির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ স্টার, ৯ নম্বর যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান এবং কমিটির ২৫ নম্বর সদস্য আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম ফুলু অভিযোগ করেন, আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী গত ১৭ বছর ধরে দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। তিনি অতীতে ধানের শীষ প্রতীকে মেয়র নির্বাচিত হলেও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কাউন্সিলর আনিছুর রহমানকে প্যানেল মেয়র বানিয়ে উলিপুরে আওয়ামী লীগকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।
এছাড়াও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলীকে ভোট দিয়ে তাঁকে জয়ী করতে সহায়তা করেছেন বলেও দাবি করেন তিনি। ফুলুর অভিযোগ, সদ্যঘোষিত কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সংশ্লিষ্ট এবং মামলার আসামি এমন অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অতীতে নৌকা প্রতীকের প্রচারেও অংশ নিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল এবং পদত্যাগকারী নেতাদের সমর্থকরা।
অন্যদিকে, এসব অভিযোগ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “উলিপুরের কমিটি ব্যালেন্স করে গঠন করা হয়েছে। কারও ব্যক্তিগত অসন্তুষ্টির কারণে এই ধরনের অভিযোগ করা হচ্ছে। এখনো পর্যন্ত তাঁদের পদত্যাগপত্র হাতে পাইনি।”