রাজশাহীতে বিএনপি-আ.লীগ-জামায়াত নেতাদের নাম ‘চাঁদাবাজির তালিকায়’

রাজশাহীতে বিএনপি-আ.লীগ-জামায়াত নেতাদের নাম ‘চাঁদাবাজির তালিকায়’

রাজশাহী মহানগরে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জনের নাম সংবলিত একটি ‘চাঁদাবাজের’ তালিকা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তালিকায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও তাদের সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীর নাম রয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের ২৫ জন এবং জামায়াতের ৬ জনের নামও রয়েছে। বাকি নামগুলোর সঙ্গে রাজনৈতিক পরিচয় না থাকলেও তালিকায় তাদের ‘সুবিধাবাদী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তালিকার সবচেয়ে আলোচিত বিষয় হলো—তালিকাভুক্ত ১৮ জনের নাম সম্প্রতি এক আবাসন ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় উঠে এসেছে। মামলায় ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

তবে এই তালিকা কে বা কারা তৈরি করেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তালিকাটি পুলিশ তৈরি করেছে এবং তাতে পুলিশের স্বাক্ষরও রয়েছে। যদিও যে তালিকাটি সামাজিক মাধ্যমে ও সাধারণ মানুষের হাতে ঘুরছে, তাতে পুলিশের কোনো স্বাক্ষর নেই।

রাজশাহীর রাজনীতিতে এই তালিকা ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। কেউ কেউ এটিকে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল হিসেবে দেখলেও, অনেকেই এটিকে সঠিক তদন্তের প্রয়োজনীয়তা হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *