ব্ল্যাকমেইল ও প্রতারণা: কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পুলিশের অভিযানে ব্ল্যাকমেইল ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ১৬ ভরি স্বর্ণালংকার এবং বিক্রিত স্বর্ণালঙ্কারের নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে সরাসরি জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী ১৮ বছর বয়সী কলেজছাত্রী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে শাফায়েত উল্লাহ আকাশ নামের ওই যুবকের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। এক পর্যায়ে অভিযুক্ত তার ব্যক্তিগত ছবি কৌশলে সংগ্রহ করে তা এডিট করে আপত্তিকরভাবে উপস্থাপন করে ব্ল্যাকমেইল শুরু করে। অভিযুক্ত তাকে ভয় দেখায়, এসব ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে যদি সে দাবি করা টাকা ও স্বর্ণালঙ্কার সরবরাহ না করে।

ভীত-সন্ত্রস্ত অবস্থায় মেয়েটি প্রথমে ২ ভরি স্বর্ণ দিয়ে ব্ল্যাকমেইলারের দাবি মেটানোর চেষ্টা করে। পরবর্তীতে পরিবারের অজান্তে ধাপে ধাপে আরও স্বর্ণালঙ্কার ও নগদ টাকা প্রদান করে। মোট ২১ ভরি স্বর্ণালঙ্কার এবং ১ লাখ ৬০ হাজার টাকা তুলে দেন অভিযুক্তের হাতে।

পরে আর্থিক ও মানসিক চাপে পড়ে মেয়েটি থানায় অভিযোগ করলে কোতোয়ালী থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে বাকলিয়া, চান্দগাঁও ও চকবাজার থানার বিভিন্ন এলাকায় অনুসন্ধান করে অভিযুক্তকে আটক করে। ২২ মে রাতে চকবাজার এলাকার একটি শপিং মলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তার স্বীকারোক্তি অনুযায়ী ১৬ ভরি স্বর্ণালঙ্কার এবং বিক্রির নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

তথ্যসূত্র – Chattogram Metropolitan Police

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *