
আহমেদাবাদ, ১২ জুন ২০২৫ — বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি, যিনি সদ্য আলোচিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’–এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন, আজ ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে তার চাচাতো ভাই ক্লাইভ কুন্দর-কে হারিয়ে শোকাহত। ক্লাইভ ছিলেন দুর্ঘটনাগ্রস্ত বিমানের সহকারী পাইলট।
বিক্রান্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন:
“আজ আহমেদাবাদে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আমার চাচা ক্লিফোর্ড কুন্দর তার সন্তান ক্লাইভকে হারিয়েছেন — এটা সহ্য করার মতো নয়। ঈশ্বর সবাইকে শক্তি দিন।”
দুর্ঘটনাটি ঘটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি এয়ার ইন্ডিয়ার বিমান উড্ডয়নের মাত্র ৫ মিনিট পর। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন — যার মধ্যে ২৩০ জন সাধারণ যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার ছিলেন।
এদের মধ্যে ছিলেন:
- ১৬৯ জন ভারতীয়
- ৫৩ জন ব্রিটিশ
- ৭ জন পর্তুগিজ
- ১ জন কানাডিয়ান
ঘটনাটি দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে। নিহতদের প্রতি শোক জানিয়ে বলিউড ও রাজনৈতিক অঙ্গনের বহু ব্যক্তিত্ব বার্তা দিয়েছেন।