ভারতে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি হলে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৩ মে (শুক্রবার) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যদি আইফোন আমেরিকান বাজারের জন্য হয়, তবে সেটি আমেরিকাতেই তৈরি হওয়া উচিত। অন্য দেশে, বিশেষ করে ভারতে তৈরি হলে আমদানি শুল্ক বসানো হবে।”
ট্রাম্প আরও দাবি করেন, তিনি অ্যাপলের সিইও টিম কুককে এই বিষয়টি আগে থেকেই জানিয়ে রেখেছেন। তার ভাষায়, “আমি জানতে পেরেছি অ্যাপল এখন ভারতেও উৎপাদন করছে, তবে আমি চাই না অ্যাপল ভারতে প্রোডাক্ট তৈরি করুক।”
অ্যাপল দীর্ঘদিন ধরে চীনে উৎপাদন করলেও সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ কমাতে ভারতমুখী হয়েছে। বর্তমানে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স ও পেগাট্রন—এই তিনটি প্রতিষ্ঠান ভারতে আইফোন তৈরি করছে।
সিএনবিসির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় ২০ শতাংশ আইফোন ভারতে উৎপাদিত হচ্ছে, যার একটি বড় অংশ আমেরিকায় রপ্তানি হয়।
ট্রাম্প প্রশাসন বরাবরই বিদেশে উৎপাদন কমিয়ে আমেরিকাতেই পণ্য উৎপাদনে জোর দিয়ে আসছে, যার অংশ হিসেবেই এ ধরনের নীতির কথা তুলে ধরছেন তিনি।