বিবিসির বিরুদ্ধে ‘প্যালেস্টাইনবিরোধী পক্ষপাত’ অভিযোগ, ৪০০ গণমাধ্যমকর্মীর প্রতিবাদ

বিবিসির বিরুদ্ধে ‘প্যালেস্টাইনবিরোধী পক্ষপাত’ অভিযোগ, ৪০০ গণমাধ্যমকর্মীর প্রতিবাদ

ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসির বিরুদ্ধে ফিলিস্তিন ইস্যুতে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন ১০৭ জন কর্মীসহ প্রায় ৪০০ গণমাধ্যমকর্মী ও শিল্পী। তারা বলছেন, বিবিসি ইসরায়েলপন্থী অবস্থান গ্রহণ করেছে এবং ফিলিস্তিনসংক্রান্ত প্রতিবেদনগুলোতে ‘সেন্সরশিপ’ আরোপ করছে।

আল-জাজিরা ও ডেডলাইন ম্যাগাজিনের খবরে জানানো হয়, সম্প্রতি প্রকাশিত এক খোলা চিঠিতে বিবিসির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়।

চিঠিতে বলা হয়, বিবিসি ‘গাজা: মেডিকস আন্ডার ফায়ার’ শীর্ষক একটি তথ্যচিত্র সম্প্রচারের পরিকল্পনা থেকে সরে আসে, যা ‘রাজনৈতিক এজেন্ডার অংশ’ হিসেবে ব্যাখ্যা করেছেন স্বাক্ষরকারীরা। তারা দাবি করেন, প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে প্যালেস্টাইনবিরোধী বর্ণবাদের সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

বিবিসির কর্মীরা আরও অভিযোগ করেন, চলমান গাজা যুদ্ধ ও পশ্চিমতীরের পরিস্থিতি নিয়ে সংস্থাটি যুক্তরাজ্য সরকারের ভূমিকা, দেশটির ইসরায়েলকে অস্ত্র সরবরাহ এবং এর আইনি ও নৈতিক প্রভাব সম্পর্কে যথাযথ বিশ্লেষণ তুলে ধরেনি।

চিঠিতে বলা হয়, “২০২৩ সালের অক্টোবর থেকে বিবিসির ইসরায়েল-ফিলিস্তিন কভারেজ তাদের নিজস্ব সম্পাদকীয় মানদণ্ড পূরণ করছে না। বিবিসির রিপোর্ট ও বাস্তবতার মধ্যে মারাত্মক ফারাক রয়েছে।”

স্বাক্ষরকারী কর্মীরা নাম প্রকাশ না করলেও তাদের বক্তব্যে স্পষ্ট, তারা বিবিসির সিদ্ধান্তগুলোর পেছনে রাজনৈতিক প্রভাব দেখছেন। তাদের মতে, “এই সিদ্ধান্তগুলো দর্শকদের চাহিদা পূরণের জন্য নয়, বরং নির্দিষ্ট রাজনৈতিক অভিপ্রায় বাস্তবায়নের অংশ।”

চিঠিতে সমর্থন জানানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন খ্যাতিমান ব্রিটিশ অভিনেতা খালিদ আবদাল্লাহ ও অভিনেত্রী মিরিয়াম মারগোলিয়েস।

এ বিষয়ে বিবিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *