৯০টি অবৈধ ভারতীয় মোবাইল উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯০টি অবৈধ মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৯:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন বড়ুয়া শাপলা সঙ্গীয় ফোর্সসহ বালুছড়া এলাকায় একটি চেকপোস্ট বসান। অভিযান চলাকালে জুবাদুর রহমান তালহা (২০) নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ডের ৯০টি অবৈধ মোবাইল সেট উদ্ধার করা হয়।

আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা নম্বর ৫৩, তারিখ ২৩/০৫/২০২৫ ইং, দণ্ডবিধির The Special Powers Act 1974 এর 25B(b) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, অবৈধ মোবাইল ফোন ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।\

তথ্যসূত্রChattogram Metropolitan Police

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *