ব্যারিস্টার সুমন ও স্ত্রীসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আদেশ দিলেন আদালত

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্য দুজন হলেন- ডেসকোর প্রকৌশলী জগদীশ চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী সবিতা মণ্ডল।

দুদকের পক্ষে আদালতে আবেদন করেন উপ-পরিচালক একেএম মাহবুবুর রহমান ও মো. আল-আমিন।

দুদকের আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। গোপন সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগ করে স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। সেই প্রেক্ষিতে তার বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।

অন্যদিকে, প্রকৌশলী জগদীশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আদালত দুদকের দুটি আবেদন মঞ্জুর করে অভিযুক্ত চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *