প্রথমবারের মতো চীনে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম, যাচ্ছে ৫০ টন

বাংলাদেশ এবার প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করতে যাচ্ছে। আগামী ২৮ মে চীনের উদ্দেশে যাত্রা করবে আমের প্রথম চালান। শুরুতে ৫০ টন আম পাঠানো হবে এবং পরবর্তী পর্যায়ে এ পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

আজ ২১ মে, রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান

তিনি বলেন, “চীনে আম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। আম ছাড়াও কাঁঠাল ও অন্যান্য দেশি ফল চীনে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।”

এমদাদ উল্লাহ মিয়ান আরও বলেন, “চীনসহ অন্যান্য সম্ভাবনাময় দেশে কৃষিপণ্য রপ্তানির জন্য বিভিন্ন প্রকল্প এবং প্রণোদনা চালু রয়েছে। কৃষকদের উন্নত চাষাবাদে সহায়তা করতে সরকার নিরলসভাবে কাজ করছে।”

তিনি জানান, প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে, যার লক্ষ্য ২০৫০ সালের মধ্যে দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা

চলতি বছরে ধান, শাক-সবজি, আলু ও পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন সন্তোষজনক উল্লেখ করে সচিব বলেন, এসব পণ্যের সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার ও সংরক্ষণাগার স্থাপনের কাজ চলছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *