
বাংলাদেশ নারী ফুটবল দল আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে নামলেও মাঠে ছিল বিজয়ের ক্ষুধা। মিয়ানমারের থুউন্না স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ৭ গোলের ঝড় তোলে শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা, তহুরারা। দ্বিতীয়ার্ধে গোল না পেলেও একতরফা আধিপত্য ধরে রেখে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ বাহিনী।
মাত্র ৩ মিনিটেই স্বপ্নার গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার জুনিয়র। মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৭ ও ৪০ মিনিট) এবং তহুরা খাতুন (২০ মিনিট) একে একে গোল করে প্রথমার্ধেই নিশ্চিত করেন দলের দারুণ জয়।
দ্বিতীয়ার্ধে আক্রমণ করেও গোল পায়নি বাংলাদেশ। তবে তুর্কমেনিস্তানকে পুরোপুরি কোণঠাসা করে রাখে তারা।
এর আগেই এক ম্যাচ হাতে রেখে এশিয়া কাপের জায়গা নিশ্চিত করেছে পিটার বাটলারের শিষ্যরা।