
বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক সহযোগিতায় মাদক ও সন্ত্রাস দমনে একযোগে কাজ করবে বলে সম্মত হয়েছে। আজ ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান মহসিন রাজা নকভি।
দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধ, পুলিশ প্রশিক্ষণ, কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা, রোহিঙ্গা সংকট, সাইবার অপরাধ দমন এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালু করতে উভয় দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণ কাজ শেষ হলে সেখানে ই-পাসপোর্ট সেবা চালু হবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। তিনি বাংলাদেশের সঙ্গে সেই অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন এবং পুলিশ প্রশিক্ষণ আদান-প্রদানে একাডেমি পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দেন।
রোহিঙ্গা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, পাকিস্তানে রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিলেও বিশেষ ধরনের পাসপোর্ট প্রদান করা হচ্ছে, যাতে তারা সহজে শনাক্তযোগ্য হয়। জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা দেশের জন্য একটি বড় বোঝা। এ সমস্যা সমাধানে তিনি পাকিস্তানের সহায়তা কামনা করেন।
বৈঠক শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানান।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পাকিস্তান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ ওয়াসিফ।