দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের সহযোগিতা বৃদ্ধির ঘোষণা

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের সহযোগিতা বৃদ্ধির ঘোষণা

আন্তঃদেশীয় অপরাধ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ পুলিশ ও রয়েল মালয়েশিয়া পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ পুলিশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম। মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন রয়েল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ. রাযাক। সাত সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় তার সঙ্গে ছিলেন।

আইজিপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। বৈঠকে সন্ত্রাসবাদ, মানবপাচার, অর্থপাচারসহ উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ যথাসময়ে তথ্য বিনিময় এবং আইনশৃঙ্খলা রক্ষায় একে অপরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বৈঠকে র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বিপিএম, পিপিএম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বিপিএম পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *