
বান্দরবানের রুমা উপজেলার পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করেছে।
আজ ভোর ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সেনা সদস্যরা কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের একটি দলকে শনাক্ত করেন। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়পক্ষে গুলি বিনিময় ঘটে। পরে ঘটনাস্থলে ইউনিফর্ম পরিহিত কেএনএফ-এর দুইজন সশস্ত্র সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজনের নাম পুটিং ওরফে ডলি, যিনি কেএনএফ-এর শীর্ষ পর্যায়ের ‘মেজর’ পদমর্যাদার সদস্য বলে জানা গেছে। অপরজন কেএনএফ-এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য ছিলেন।
অভিযান শেষে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ৩টি সাবমেশিনগান (SMG), ১টি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ, ম্যাগাজিন, কেএনএফ-এর ইউনিফর্ম ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে।

প্রসঙ্গত, বিগত বছরগুলোতে কেএনএফ-এর সহিংস কার্যকলাপের কারণে বহু বম জনগোষ্ঠীর পরিবার বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল। তবে সেনাবাহিনীর ধারাবাহিক সফল অভিযানের ফলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এরই প্রেক্ষিতে ইতোমধ্যে ১২৬টি পরিবার তাদের নিজ নিজ গ্রামে ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। সেনাবাহিনী এসব পরিবারকে পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা করছে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।