
নোয়াখালী, ১ জুলাই ২০২৫:
বীজ সংগ্রহ, বিতরণ ও শ্রমিক নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট (জরুরি তদন্ত) অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে দুদকের তদন্তকারী দল বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) অফিসে উপস্থিত হয়ে স্থানীয় কৃষক ও শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন। এতে অভিযোগের বাস্তবতা যাচাইয়ের চেষ্টা করা হয়।
টিম বিএডিসির বীজ সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত রেকর্ডপত্র, বীজ বিপণন দপ্তরের নথি, এবং এগ্রো সার্ভিস সেন্টারে কর্মরত শ্রমিকদের নাম, হাজিরা খাতা ও বেতন সংক্রান্ত মাস্টাররোল সংগ্রহ করেন।
এইসব তথ্য ও নথিপত্র মিলিয়ে দেখা হয়, শ্রমিকদের নিয়মিত বেতন প্রদান করা হচ্ছে কি না, বা কোথাও কোন অনিয়ম হয়েছে কিনা। দুদক দল এসব রেকর্ড যাচাই-বাছাই করে পর্যবেক্ষণ করে।
অভিযান শেষে দুদক জানিয়েছে, প্রাপ্ত তথ্য ও সংগ্রহকৃত কাগজপত্র বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করে কমিশনে দাখিল করা হবে।