সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতের ঘটনায় এক হৃদয়বিদারক মৃত্যু ঘটেছে। বাবাকে হাওরে দুপুরের খাবার দিতে গিয়ে বজ্রপাতে মারা গেছে স্কুলছাত্র আমির হোসেন (১৬)।
বুধবার (২৮ মে ২০২৫) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মাঠে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আমির হোসেন জিরাগাঁও গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে এবং লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুল হকসহ কয়েকজন কৃষক বক্তারপুর গ্রামের হাওরে বোরো ধান কাটছিলেন। এ সময় আমির তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে হাওরে যায়। খাবার পৌঁছে দিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আমিরের মৃত্যু হয়।
খবর পেয়ে স্বজনরা দ্রুত সেখানে পৌঁছে আমিরের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, বজ্রপাতে একজন স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুল, পরিবার ও স্থানীয়রা সবাই আমিরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।