প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশে নতুন এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের অভ্যন্তর ও আন্তর্জাতিক পরিসরে এমনভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে যাতে রাষ্ট্র যেন ধসে পড়ে এবং আবারও পরাধীনতার দিকে ঠেলে দেওয়া যায়।
রোববার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা মহাসুযোগ পেয়েছি আন্দোলনের মাধ্যমে। এখন আমাদের দায়িত্ব—ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনর্গঠন করা এবং বিভক্তির অবসান ঘটানো। যতদিন আমি আছি, দেশের কোনো অনিষ্ট হবে না—এটা নিশ্চিত থাকুন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার পর যেভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, তা থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা বড় ধরনের যুদ্ধাবস্থার মধ্যে রয়েছি। এখন দরকার ঐক্য, সম্মিলিত প্রচেষ্টা।”
নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “যদি সুষ্ঠু নির্বাচন না হয়, আমি নিজেকে অপরাধী মনে করব।”