দীর্ঘ ১৩ বছর পর কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম। আজ বিকেলে শাহবাগে আয়োজিত গণসংবর্ধনায় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, “এই দীর্ঘকালীন সংগ্রাম ও অপেক্ষার দিনগুলোতে যারা আমার পাশে ছিলেন, বিশেষ করে ৩৬ জুলাইয়ের বিপ্লবী ছাত্রজনতা এবং ছাত্রশিবিরের সহযোদ্ধাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “আমার মুক্তি সত্যের জয়, অন্যায়ের পরাজয়।”

গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তারা এটিএম আজহারুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন।
শাহবাগ এলাকায় এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী, ছাত্রসমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।