আগারগাঁও-মেট্রোরেল পিলারে “জুলাই আর্ট ওয়ার্ক” উদ্বোধন, অতীত স্মরণে গ্রাফিতি

আগারগাঁও-মেট্রোরেল পিলারে “জুলাই আর্ট ওয়ার্ক” উদ্বোধন, অতীত স্মরণে গ্রাফিতি

আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল পিলারজুড়ে আঁকা গ্রাফিতি “জুলাই আর্ট ওয়ার্ক” আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “এই শিল্পকর্মগুলো আমাদের রাজনৈতিক অতীতের অন্ধকার সময় আর গণপ্রতিরোধের উজ্জ্বল অধ্যায়কে স্মরণ করিয়ে দেবে। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার দেশে মাথাচাড়া দিতে না পারে, সে চেতনায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।”

ডিএনসিসি প্রশাসক বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার চিন্তা থেকেই এই গ্রাফিতি কার্যক্রম চালানো হয়েছে। গত দেড় দশকের রাজনৈতিক বাস্তবতা ও জনগণের প্রতিরোধের রঙিন দলিল হিসেবে এই শিল্পটি অমূল্য। রং ফিকে হতে পারে, কিন্তু চেতনা টিকে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *