নেপালের রাজধানী কাঠমান্ডুতে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা সাফের বার্ষিক সাধারণ সভা। এবার কংগ্রেসে সংগঠনটির গঠনতন্ত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন আনা হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সাফের নতুন সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল জানালেন, নির্বাহী কমিটিতে তিন মেয়াদের সীমা তুলে দেয়ার প্রস্তাব এজেন্ডায় রাখা হয়েছে। তার ভাষায়, “এএফসি সম্প্রতি এই সীমা বাতিল করেছে, তাই সাফও একই পথে হাঁটছে।”
এই পরিবর্তন কার্যকর হলে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের সামনে নতুন করে নির্বাচন করার সুযোগ তৈরি হবে। বয়সজনিত বাধা তিনি আগেই পার হয়েছেন, কারণ গত মাসেই কলম্বোতে অনুষ্ঠিত সভায় সভাপতির জন্য ৭০ বছরের বয়সসীমা তুলে নেয়া হয়েছে।
২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্বে থাকা সালাউদ্দিন ইতোমধ্যে চার দফা নির্বাচিত হয়েছেন। যদিও ২০১৮ সালে গঠনতন্ত্রে যুক্ত হয়—কোনো ব্যক্তি তিন মেয়াদের বেশি এক পদে থাকতে পারবেন না, তবে সালাউদ্দিনের প্রথম দুই মেয়াদ সেই আইনের আওতায় পড়েনি। ফলে তিনি এখনো আরেক দফা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
এক মাসের ব্যবধানে দুই ধাপে গঠনতন্ত্র সংশোধনের কারণ সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, “প্রতিটি সংশোধন প্রক্রিয়ার নিয়ম অনুসারে সদস্য দেশগুলোকে আগেই জানাতে হয়। তাই পর্যায়ক্রমে এগোচ্ছি।”
কংগ্রেসে গঠনতন্ত্র পরিবর্তন ছাড়াও বাজেট পাস, একটি শূন্য নির্বাহী সদস্যপদে নির্বাচন এবং অন্যান্য প্রশাসনিক বিষয়েও আলোচনা হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি হিসেবে নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম ও টিপু সুলতান কাঠমান্ডুতে যাচ্ছেন। তবে সাবেক বাফুফে সভাপতি ও বর্তমান সাফ সভাপতি সালাউদ্দিন এখনো নেপালে পৌঁছাননি।
কংগ্রেস ছাড়াও ওই দিন অনুষ্ঠিত হবে নির্বাহী কমিটির পৃথক সভা, যেখানে ভবিষ্যতের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।