
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন ভারতে বাড়তে থাকা ভাষাগত অসহিষ্ণুতাকে নিয়ে চিন্তিত। সম্প্রতি কলকাতায় ‘ভারতের তরুণ সমাজ: তাদের সামাজিক সুযোগ’ শীর্ষক একটি আলোচনা সভায় তিনি বাংলাভাষী নাগরিকদের ওপর ঘটানো ধরপাকড়, পুশব্যাক ও বৈষম্যমূলক আচরণ নিয়ে মন্তব্য করেন।
৯১ বছর বয়সী সেন বলেন, “আমি সংবাদে দেখেছি একজনকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটি আমাকে কিছুটা উদ্বিগ্ন করেছে।” হালকা রসবোধ দেখিয়ে তিনি আরও বলেন, “আমি ভাবেছিলাম ফরাসিতে কথা বলব, কিন্তু সমস্যা হলো, আমি ফরাসি ভাষা জানি না।”
অধ্যাপক আরও উল্লেখ করেন, “আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায়। তবে তাতে আমি আপত্তি অনুভব করি না।” তিনি ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রতিটি ভাষা ও সংস্কৃতির নিজস্ব মূল্য ও ঐতিহ্য আছে, যা সম্মান এবং উদযাপন করা উচিত। বাংলা সংস্কৃতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এর প্রতি শ্রদ্ধা থাকা আবশ্যক। যদি তা না থাকে, প্রতিবাদ করা প্রয়োজন।”
ভোটার তালিকা ও এসআইআর সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, “এসআইআর-এর নাম ব্যবহার করে কারও ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। দেশে অনেক নাগরিকের প্রয়োজনীয় কাগজপত্র নেই, কিন্তু তাদের ভোটের অধিকার রক্ষা করা উচিত।”