জন্মদিনের পরদিন নদীতে ঝাঁপ, নিখোঁজ কলেজছাত্রী

জন্মদিনের পরদিন নদীতে ঝাঁপ, নিখোঁজ কলেজছাত্রী

নিজের জন্মদিনের পরদিন সকালে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন লামিয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী। মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে ঘটা করে জন্মদিন উদযাপনের পর বুধবার সকালে এমন ঘটনা ঘটায় হতবাক তার পরিবার। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে অভিযান চালালেও রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি।

লামিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে গফরগাঁওয়ের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। শ্রীপুরের ত্রিমোহনী ব্রিজের ওপর থেকে সুতিয়া নদীতে ঝাঁপ দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটি ব্রিজের ওপর দাঁড়িয়ে হঠাৎ করেই নদীতে ঝাঁপ দেন এবং ডুবে যান। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও নদীর স্রোতের কারণে কাছে যেতে পারেননি।

লামিয়ার বাবা দেলোয়ার হোসেন জানান, “মঙ্গলবার লামিয়ার জন্মদিন ছিল। রাতে আমরা খুব আনন্দ করে ওর জন্মদিন পালন করি। কেন সে নদীতে ঝাঁপ দিল, তা আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু রাত ৮টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *