ইভিএম বাতিল, ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনল নির্বাচন কমিশন

ইভিএম বাতিল, ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনল নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর ব্যবহার হবে না বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করতে পুনরায় চালু করা হচ্ছে ‘না’ ভোটের ব্যবস্থা।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংশোধন অধ্যাদেশ ২০২৫’–এর চূড়ান্ত অনুমোদন নিয়ে বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, নতুন সংশোধনীতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম প্রকল্প পুরোপুরি বাতিল করা হয়েছে। যদি কোনো আসনে মাত্র একজন প্রার্থী থাকেন, তাহলে তিনি স্বয়ংক্রিয়ভাবে বিজয়ী হবেন না; বরং সেখানে ভোট হবে এবং ভোটাররা চাইলে ‘না’ ভোট দিতে পারবেন।

সানাউল্লাহ আরও বলেন, দুই প্রার্থী সমান ভোট পেলে লটারির পরিবর্তে পুনরায় ভোট গ্রহণ করা হবে। এছাড়া কোনো আসনে অনিয়ম প্রমাণিত হলে আংশিক বা পুরো নির্বাচনী ফলাফল বাতিল করার ক্ষমতা থাকবে কমিশনের হাতে।

তিনি জানান, ফলাফল ঘোষণার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগ থাকবে, যা প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *