
জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনে পিআর (ভোটের অনুপাত) পদ্ধতি চালুসহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামী আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। দলটির নির্বাহী পরিষদের বৈঠকে গত বৃহস্পতিবার এই কর্মসূচি গৃহীত হয়। আগামী মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই দাবি তুলে ধরা হবে।
জুলাই ঘোষণাপত্রকে আইনগত স্বীকৃতি দিতে হবে এবং নির্বাচনের আগেই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে—এটি জামায়াতের অন্যতম দাবি। ৫ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করেন।
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়ায় বলা হয়েছে, পরবর্তী সংসদে গঠিত সরকার দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। বিএনপি কিছু বিষয় নিয়ে দ্বিমত থাকলেও জামায়াত এই প্রস্তাবগুলোর দ্রুত বাস্তবায়নের পক্ষে। তারা চায়, নির্বাচনের আগেই ঐকমত্যপূর্ণ প্রস্তাবগুলো কার্যকর হোক।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, এই আন্দোলন কোনো দলের নয়, বরং সরকারের বিরুদ্ধে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে রাজি তারা।