
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দলের ক্ষতি করছে কিছু দুষ্ট লোক যারা চাঁদাবাজ ও সন্ত্রাস। তিনি স্পষ্ট করে বলেছেন, যারা বাংলাদেশের ক্ষতি করে, তারা বিএনপির লোক নয়। এ ধরনের নেতাকর্মীদের আইনের আওতায় আনা হবে।
আজ শুক্রবার বিকেলে আলমডাঙ্গায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতাদের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ মঞ্চে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু।
শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্রের দল। আমাদের নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি মানুষকে ভালোবাসার, দেশকে রক্ষার এবং স্বাধীনতাকে রক্ষার রাজনীতি।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম। উপজেলা ও পৌর বিএনপির কমিটি থাকলেও সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশকে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন স্বাভাবিকভাবেই দেখছেন।