৫ আগস্ট দিনভর অনুষ্ঠান, মানিক মিয়া এভিনিউয়ে চলবে না যানবাহন, জানুন বিকল্প পথ

৫ আগস্ট দিনভর অনুষ্ঠান, মানিক মিয়া এভিনিউয়ে চলবে না যানবাহন, জানুন বিকল্প পথ

আগামীকাল ৫ আগস্ট মঙ্গলবার “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে মানিক মিয়া এভিনিউতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবন এলাকায় প্রচুর জনসমাগম হবে এবং দিনব্যাপী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে। উল্লেখযোগ্য অংশের মধ্যে রয়েছে—

  • সকাল ১১:০০ – বিকেল ৪:৪৫: বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা
  • দুপুর ২:২৫: ফ্যাসিস্টের পলায়ন উদযাপন
  • বিকেল ৫:০০: ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ
  • রাত ৭:৩০: বিশেষ ড্রোন শো
  • রাত ৮:০০: আর্টসেল পরিবেশনা

যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে:

অনুষ্ঠান চলাকালে মানিক মিয়া এভিনিউ (খেজুর বাগান ক্রসিং থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত) যানবাহনের জন্য বন্ধ থাকবে।

বিকল্প রুট ও ডাইভারশন:

  • উত্তর দিক থেকে ফার্মগেটমুখী যানবাহন ধানমন্ডি-২৭ হয়ে মিরপুর রোডে চলবে।
  • দক্ষিণ দিক থেকে আগত যানবাহন গণভবন ক্রসিং হয়ে বিজয় সরণি হয়ে যাবে।
  1. খেজুর বাগান ক্রসিং:
    • এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইন্দিরা রোড হয়ে আগত যানবাহনকে মানিক মিয়া এভিনিউয়ে না গিয়ে লেক রোড, গণভবন ক্রসিং হয়ে ধানমন্ডি যেতে হবে।
    • এফডিসি র‍্যাম্প ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
  2. ফার্মগেট:
    • যানবাহন ফার্মগেট থেকে বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বিকল্প পথে যাবে।
  3. গণভবন ক্রসিং:
    • মিরপুর রোড হয়ে ফার্মগেটগামী যানবাহন লেক রোড হয়ে চলবে।
    • মোহাম্মদপুর থেকেও একই ডাইভারশন মানতে হবে।
  4. সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক (আগারগাঁও – শিশু মেলা):
    • মানিক মিয়া এভিনিউয়ের বিকল্প হিসেবে এই সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
পার্কিং নির্দেশনা:

অনুষ্ঠানে নিজস্ব বা ভাড়াকৃত গাড়ি নিয়ে আগত দর্শনার্থীদের আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে গাড়ি পার্কিং করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিএমপি নাগরিকদের সহযোগিতা কামনা করেছে এবং অনুরোধ জানিয়েছে—উল্লেখিত সময় ও স্থান এড়িয়ে চলুন এবং বিকল্প রুট ব্যবহার করুন, যাতে যানজট এড়ানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *