একযোগে বদলি ৪৯ এনবিআর কর্মকর্তাকে 

একযোগে বদলি ৪৯ এনবিআর কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একদিনে ৪৯ জন কর্মকর্তাকে বদলি করেছে, যার মধ্যে রয়েছেন ২৫ জন অতিরিক্ত কমিশনার এবং ২৪ জন যুগ্ম কমিশনার। কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

যাদের বদলি করা হয়েছে, তারা এনবিআরের বিভিন্ন দপ্তরে দায়িত্বে ছিলেন এবং তাদের মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস পেয়েছেন। অতিরিক্ত কমিশনারদের তালিকায় মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া, ড. তাজুল ইসলাম, ড. নেয়ামুল ইসলামসহ মোট ২৫ জন রয়েছেন।

এছাড়া যুগ্ম কমিশনারদের মধ্যে আছেন মোহাম্মদ ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মো. মিজানুর রহমান, লুবনা ইয়াসমীনসহ আরও ২৪ জন কর্মকর্তা।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যদিও বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া, তবে একযোগে এত কর্মকর্তার বদলি বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখযোগ্য বিষয় হলো, বদলি হওয়া অনেক কর্মকর্তাই এনবিআর সংস্কার এবং চেয়ারম্যান অপসারণ দাবিতে চলমান আন্দোলনে সক্রিয় ছিলেন। কেউ কেউ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্যও ছিলেন।

এর আগে এনবিআরের এমন আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ২৭ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে। অন্যদিকে, কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *