
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর সামনে রেখে বিসিবি প্রস্তুতি শুরু করেছে। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিপিএলের গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন তামিম ইকবালের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তার ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম।
মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ডালিম বলেন, ‘তামিম মজা করার জন্য বা হালকা খেলাধুলার অংশ হিসেবে ক্রিকেট খেলতে পারেন। তবে বিপিএলের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ বা সেমিফাইনাল-ফাইনালে অংশ না নেওয়াই ভালো হবে। অবশ্য সিদ্ধান্তটা তার নিজেরই নিতে হবে। আপাতত তাকে অনুশীলনে মনোযোগী হওয়া উচিত।’
উল্লেখ্য, ডিপিএলের সময় বিকেএসপিতে খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবাল। সেসময় মাঠেই তাকে সিপিআর দিয়ে জীবনরক্ষা করেন ডালিম। বর্তমানে স্থিতিশীল থাকলেও তামিমের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে শারীরিক সক্ষমতা ও ঝুঁকি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এর আগে তামিম ইঙ্গিত দিয়েছিলেন বিপিএল দিয়েই মাঠে ফেরার চেষ্টা করবেন।