তিন-চতুর্থাংশ দল চায় না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি থাকুক

তিন-চতুর্থাংশ দল চায় না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি থাকুক

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, দেশের প্রায় তিন-চতুর্থাংশ রাজনৈতিক দল ও জোট মত দিয়েছেন যে, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে একই ব্যক্তি থাকা উচিত নয়। তবে কিছু দল এই প্রস্তাবে ভিন্নমত পোষণ করেছে এবং তারা “নোট অভ ডিসেন্ট” দেওয়ার সুযোগ পাবে।

আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কমিশনের অন্যান্য সদস্যসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এছাড়া, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সর্বসম্মত মত গঠিত হয়েছে বলেও জানান অধ্যাপক রীয়াজ।

২০ জুলাইয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কমিশন সংশোধিত প্রস্তাব দলগুলোর কাছে পাঠায়। আজ বিএনপি তাদের মতামত পেশ করে এবং অধিকাংশ প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়। তবে ‘Ranked Choice’ ভোটিং পদ্ধতির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *