মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়কে অগ্রহণযোগ্য: উপদেষ্টার হুঁশিয়ারি

মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়কে অগ্রহণযোগ্য: উপদেষ্টার হুঁশিয়ারি

রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, দেশের সড়কে এমন অনেক যানবাহন চলছে যেগুলোর থাকার কথা নয়। তিনি বলেন, “আজ থেকেই মেয়াদোত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহন সরিয়ে নিতে বিআরটিএ’র অভিযান শুরু হয়েছে। আমরা চাই না কোনো ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ুক, তবে যেসব যান চলাচলের অযোগ্য, সেগুলো সড়কে থাকলে তা যানজট বাড়ায় এবং জনভোগান্তি সৃষ্টি করে।”

রোববার (২০ জুলাই) দুপুরে রাজধানীর হাতিরঝিলে এফডিসি কাউন্টারের কাছে চক্রাকার বাস সার্ভিসে র‌্যাপিড পাস কার্ড ব্যবহার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, “দীর্ঘদিনের অভিযোগগুলো একদিনে শেষ করা যাবে না, তবে একটা ইতিবাচক সূচনা জরুরি। মেট্রোরেলের মাধ্যমে যাতায়াতে যে গতি এসেছে, সেটি সড়ক ব্যবস্থাতেও ফিরিয়ে আনতে হবে।”

তিনি আরও জানান, “যেখানে সেখানে বাস থামানো বন্ধ করলে এবং ডিজিটাল টিকিটিং ব্যবস্থা চালু করলে সড়কে অনেকটা গতি আসবে। আমরা ইতোমধ্যে শ্রমিক নেতাদের সাথেও আলোচনা করেছি। ফিটনেসবিহীন গাড়ি সরাতে হবে এবং বাস মালিকদের সহায়তায় সরকার বিশেষ ছাড়ে ঋণের ব্যবস্থাও করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী মো. খোদা বখস চৌধুরী, সড়ক ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার, বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ।

সড়ক উপদেষ্টা অনুষ্ঠানে বলেন, “আমাদের লক্ষ্য একটাই—সড়কে গতিশীলতা ফিরিয়ে আনা এবং নাগরিকদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল পরিবহন নিশ্চিত করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *