বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে ২৫৩, নতুন সনদ পেল আরও ৩ প্রতিষ্ঠান

বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে ২৫৩, নতুন সনদ পেল আরও ৩ প্রতিষ্ঠান

দেশের তৈরি পোশাক খাতের তিনটি নতুন কারখানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিবেশবান্ধব সনদ (LEED Certification) অর্জন করেছে। এ নিয়ে বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা দাঁড়াল ২৫৩টি।

বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, টাঙ্গাইলের কমফিট রেইনবো ডাইং অ্যান্ড ফিনিশিং, এবং হবিগঞ্জের সাইহাম কটন মিলস লিমিটেড ইউনিট ১ ও ইউনিট ২ সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক US Green Building Council (USGBC) এর কাছ থেকে পরিবেশবান্ধব সনদ অর্জন করেছে।

পরিবেশবান্ধব সনদ প্রদানে মোট ১১০ নম্বরের ভিত্তিতে কারখানাগুলোকে মূল্যায়ন করা হয়। কমফিট রেইনবো ৭৫ নম্বর পেয়ে LEED Gold এবং সাইহাম কটনের দুটি ইউনিট ৫৮ নম্বর পেয়ে LEED Silver সনদ অর্জন করেছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ১০৫টি কারখানা LEED প্ল্যাটিনাম, ১৩২টি গোল্ড, ১২টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড ক্যাটাগরিতে সনদ পেয়েছে।

বিশ্বের শীর্ষ ১০টি সবুজ কারখানার মধ্যে ৯টি অবস্থিত বাংলাদেশে। এর মধ্যে গাজীপুরের এসএম সোর্সিং ১১০ নম্বরের মধ্যে ১০৬ পেয়ে শীর্ষ স্থান দখল করেছে। অন্যান্য উল্লেখযোগ্য পরিবেশবান্ধব কারখানাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল, গাজীপুরের নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস, নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস এবং ফতুল্লা অ্যাপারেলস, মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস প্রভৃতি।

বর্তমানে বিশ্বের ১০০টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে ৬৮টিই রয়েছে বাংলাদেশে, যা প্রমাণ করে যে, পরিবেশবান্ধব উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

২০১২ সালে উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে দেশে গ্রিন ফ্যাক্টরির যাত্রা শুরু হয়। এক দশকের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক রোল মডেলে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *