
বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের সহায়তায় সামাজিক ব্যবসার প্রসারে ইসলামী এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, “দরিদ্র মানুষের জীবনে পরিবর্তন আনতে এবং স্বাস্থ্যসেবাকে নাগালের মধ্যে আনতে সামাজিক ব্যবসা কার্যকর একটি মাধ্যম। বিশেষ করে নারীদের ক্ষমতায়নে এটি বড় ভূমিকা রাখতে পারে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমি বিশ্বজুড়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার জন্য এবং সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছি।” তিনি ইসলামী দাতব্য সংস্থাগুলোকে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করেন।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা জানান, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গত কয়েক বছরে গড়ে ওঠা সামাজিক ব্যবসা কার্যক্রম তাদের নিজ দেশেও অনুরূপ উদ্যোগ গ্রহণে উৎসাহ যুগিয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন—
- আইপ আক্বাল, তুরস্কভিত্তিক ইসলামী এনজিও সমন্বয় সংগঠন UNIW-এর মহাসচিব
- ফৌয়াজ বিন হাসবুল্লাহ, মালয়েশিয়ার ওয়াদাহ সংগঠনের প্রতিনিধি
- মুহাম্মদ আব্দুস শাকুর, পাকিস্তানের আল খিদমত ফাউন্ডেশনের সভাপতি
- সালামুন বশরি, ইন্দোনেশিয়ার UNIW প্রতিনিধি ও নিরীক্ষা বোর্ড সদস্য
এছাড়াও উপস্থিত ছিলেন:
- অধ্যাপক মাহবুব আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও BIIT প্রেসিডেন্ট
- এস এম রাশেদুজ্জামান, সাওয়াব চেয়ারম্যান ও UNIW উচ্চ উপদেষ্টা পর্ষদের সদস্য
- ড. আলী আফজল, কৃষিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও UNIW কাউন্সিল সদস্য
- ড. এম আব্দুল আজিজ, BIIT প্রতিনিধি ও UNIW দেশের প্রতিনিধি
বৈঠকে সামাজিক ব্যবসার সম্ভাবনা ও এর কার্যকর বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা মুসলিম বিশ্বের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।