অভিনেত্রীর ছেলের আত্মহত্যা: শিক্ষকের কাছে যাওয়া নিয়ে তর্কের করুণ সমাপ্তি

অভিনেত্রীর ছেলের আত্মহত্যা: শিক্ষকের কাছে যাওয়া নিয়ে তর্কের করুণ সমাপ্তি

গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে তর্ক-বিতর্কের জেরে মুম্বাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আরতি মাকওয়ানার ছেলে পান্ত মাকওয়ানা এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কান্দিভ্যালির ব্রুক বিল্ডিংয়ের ৫১তম তলায় পরিবারটি বসবাস করত। গত বুধবার সন্ধ্যায় ছেলেটি তার অ্যাপার্টমেন্ট থেকে কয়েক তলা নিচে নেমে আসে এবং সেখান থেকে ঝাঁপ দেয়।

পুলিশকে দেওয়া জবানবন্দিতে আরতি মাকওয়ানা জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে তিনি তার ছেলেকে গৃহশিক্ষকের কাছে পড়তে যেতে বলেন। প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও, কয়েকবার বলার পর ছেলেটি বাড়ি থেকে বের হয়। এর কয়েক মিনিট পরই বাড়ির দারোয়ান এসে অভিনেত্রীকে জানান যে তার ছেলে বিল্ডিং থেকে পড়ে গেছে। নিচে ছুটে গিয়ে অভিনেত্রী দেখেন, তার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এই ঘটনায় একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের প্রাথমিক বিবৃতিতে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনা মুম্বাইয়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *