
রংপুর জেলার পীরগাছা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে ১০ (দশ) কোটি টাকা আত্মসাত এবং ঘর বিতরণে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুর থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানের সময় দুদকের এনফোর্সমেন্ট টিম সরেজমিনে পীরগাছা উপজেলার সংশ্লিষ্ট আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করে। অভিযানে ঘর নির্মাণ, বরাদ্দ ও বিতরণ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় ঘুরে দেখা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুদক সূত্র জানায়, অভিযান চলাকালে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে এসব তথ্য ও রেকর্ড পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করে কমিশনের বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্প প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি বিশেষ উদ্যোগ, যার উদ্দেশ্য ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা। এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে আসায় কমিশন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।