কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতন মামলায় চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতন মামলায় চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘটে যাওয়া আলোচিত ধর্ষণ ও নির্যাতনের মামলায় চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালত এই রিমান্ড অনুমোদন দেন।

গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য। আদালত রিমান্ড শুনানির তারিখ ধার্য করে এবং আজ শুনানিতে চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মুরাদনগর থানায় দায়ের হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় আসামিরা ইতোমধ্যে কারাগারে ছিলেন। পুলিশ পরিদর্শক সাদিকুর রহমান জানান, চার আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তা, মুরাদনগর থানার উপপরিদর্শক রুহুল আমীন বলেন, “আমরা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আশা করছি, শনিবারের মধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। আজ রিমান্ড শুনানির পর আসামিরা আবার কারাগারে পাঠানো হয়েছে।”

নতুন কাউকে গ্রেপ্তারের বিষয়ে তিনি জানান, “আমরা যাদের শনাক্ত করেছি তারা পলাতক। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চার আসামির জিজ্ঞাসাবাদ শেষ হলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং আশা করছি শীঘ্রই সকলকে আইনের আওতায় আনা হবে।”

মামলার ঘটনাটি ঘটে ২৬ জুন দিবাগত রাতে মুরাদনগরের একটি গ্রামে, যেখানে ফজর আলী নামে এক ব্যক্তি বসতঘরের দরজা ভেঙে ২৫ বছর বয়সী এক নারীকেও ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা ফজর আলীকে মারধর করেন এবং একই সঙ্গে ওই নারীকেও বিবস্ত্র অবস্থায় নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় থানায় দুটি মামলা দায়ের হয় এবং পুলিশ ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে অসুস্থ ফজর আলী পুলিশের পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *