বাংলাদেশে ইসলামি সংস্কৃতি ও ভাষা কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব যুব ও ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশে ইসলামি সংস্কৃতি ও ভাষা কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব যুব ও ক্রীড়া উপদেষ্টার

রাবাত, মরক্কো | ১ জুলাই ২০২৫
বাংলাদেশে ‘ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মরক্কোর রাবাতে অবস্থিত ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো)-এর সদরদপ্তরে সংস্থার মহাপরিচালক ড. সালিম এম. আলমালিক-এর সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন তিনি।

বৈঠকে উপদেষ্টা বাংলাদেশের যুব উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে আইসেসকোর সহায়তা কামনা করেন। তিনি বলেন, “বাংলাদেশ সরকার তরুণদের অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।”

তিনি আইসেসকোর অন্যান্য দেশে পরিচালিত প্রকল্পের আদলে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণের সহায়তাও চান।

ড. সালিম বাংলাদেশের তরুণদের কর্মক্ষমতা ও সম্ভাবনার প্রশংসা করে বলেন, “বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে আইসেসকোর কর্মতৎপরতায় নিয়মিত অবদান রেখে চলেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণাভিত্তিক প্রকল্পে সহায়তার আশ্বাস দেন।

আইসেসকোর মহাপরিচালক জানান, তারা বাংলাদেশের মেধাবী তরুণদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে প্রস্তুত এবং উচ্চপর্যায়ের গবেষণা কার্যক্রমেও বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করতে আগ্রহী।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্যকে মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয় উল্লেখ করে তিনি জলবায়ু কার্যক্রমে বাংলাদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে, আইসেসকো-ভুক্ত আফ্রিকান দেশগুলোতে গ্রামীণ ব্যাংকের মডেলে ক্ষুদ্রঋণ সম্প্রসারণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন।

বৈঠক শেষে উপদেষ্টা আইসেসকোর আন্তর্জাতিক জাদুঘর “দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অব দ্য প্রফেট মুহাম্মদ (সা.) অ্যান্ড ইসলামিক সিভিলাইজেশন” পরিদর্শন করেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের ইসলামি ঐতিহ্য এই জাদুঘরের প্রদর্শনীর অংশ হতে পারে এবং বাংলাদেশেও অনুরূপ একটি জাদুঘর প্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *